পারমিতা রায়, ২৯শে দিসেম্বরঃ অমর্ত্য সেন যা যা বলেছেন তা মেনে চলা উচিত রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে।কিন্তু রাজ্য এবং কেন্দ্র এখন রাজনীতি করতেই ব্যাস্ত।নোংরা রাজনীতিতে মেতে উঠেছে দুই সরকার।শিলিগুড়িতে এসএফআই এর ৫০বছর পূর্তি উপলক্ষ্যে বর্তমান-প্রাক্তনদের মিছিলে যোগ দিতে এসে একথাই বললেন জেএনইউ এর ছাত্র পরিষদের সভানেত্রী ঐশী ঘোষ। মঙ্গলবার শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে প্রাক্তন বর্তমান সদস্যদের নিয়ে মিছিল বের করে এসএফআই। মিছিলে পা মেলান শিলিগুড়ির বাম বিধায়ক অশোক ভট্টাচার্য, দার্জিলিং জেলা সিপিআইএম নেতা জীবেশ সরকার, সমন পাঠক সহ অন্যান্য এসএফআই, ডিওয়াইএফআই এবং বাম নেতা কর্মীরা।মিছিলে যোগ দিতে এসে ঐশী ঘোষ বলেন, পড়ুয়াদের নিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় দুই সরকারের কোনও চিন্তাভাবনাই নেই।অনেক পড়ুয়া পড়াশোনা করতে পারছেনা, তাদের নিয়েও কোন মাথাব্যথা নেই সরকারের। ঐশী ঘোষ বলেন আমরা চাই সব সমস্যার সমাধান হোক।অমর্ত্য সেনকে নিয়ে কোনও কুমন্তব্য করা উচিত নয়।তবে উনি যা যা বলেছেন তা মেনেই চলাই উচিত দুই সরকারের।