তন্ময় চক্রবর্তী, ৩১আগস্ট, শিলিগুড়ি:গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জন ডাকাত কে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর ভক্তিনগর থানার আশিঘর ফাঁড়ির পুলিশ।সোমবার ডাবগ্ৰাম২ নম্বর অঞ্চলের পূর্ব ফকদই বাড়ি নিচ পাড়া এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়ে ছিল এই ৫জন।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ ৫ দুষ্কৃতীকে গ্রেফতার করে ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের সাদা পোশাকে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা গেছে গ্রেপ্তার হওয়া ৫ দুষ্কৃতীর নাম। কৈলাস বর্মন, তার বাড়ি পূর্ব হাতিয়াডাঙ্গায় ,বিট্টু দেবনাথ, বাড়ি পূর্ব হাতিয়াডাঙ্গা, জনি সাহা,বাড়ি নিরঞ্জন নগর,প্রদীপ রায়, বাড়ি দক্ষিণ শান্তিনগর ও মিঠুন দাস বাড়ি ফকদইবাড়ি এলাকায়।
এরা ৫ জন পূর্ব ফকদইবাড়ির নিচ পাড়া এলাকায় জড়ো হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে। বিভিন্ন থানায় এদের নামে অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আশিঘর আউটপোস্ট এর পুলিশ। মঙ্গলবার গ্রেফতার হওয়া ৫ দুষ্কৃতীদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।