বিভিন্ন পশুপ্রেমী সংগঠন সারা বছরই শিলিগুড়ি শহর এবং পার্শ্ববর্তী এলাকার পথে থাকা কুকুর এবং গবাদি পশুদের জন্য নানান কর্মকাণ্ড করে আসছে। আজ মঙ্গলবার শিলিগুড়ি শহর সংলগ্ন মাটিগাড়া উত্তরায়ণ টাউনশিপ এর ভেতরে থাকা পথ কুকুরদের র্যেবিস ভ্যাকসিন প্রদান করল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। স্বেচ্ছাসেবী সংগঠন গুলির তরফ থেকে জানানো হয়েছে আগামী আরও চার পাঁচ দিন ধরে চলবে এই কাজ। মঙ্গলবার সকালে মাটিগাড়া সিটি সেন্টারে পথ কুকুরদের এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেন পশুপ্রেমী সংগঠনের তরফ চিকিৎসক অমিত সরকার। জানা গিয়েছে এনিমেল ওয়েলফেয়ার, এনিম্যাল হেলপ্লাইন, রোটারি ক্লাব অফ উত্তরায়ন, রোটারী ক্লাব অব বিলিয়ার্স আজকের এই কর্মকাণ্ডে উদ্যোগী ভূমিকা নেয়। এনিম্যাল হেল্পলাইনের তরফ থেকে প্রিয়া রুদ্র বলেন তারা সারা বছর এই কাজ করেন। কিন্তু উত্তরায়ন টাউনশিপ এ দীর্ঘদিন এই কাজ হচ্ছিল না। আজ ২০ টি কুকুরের ভ্যাকসিন দেওয়া হয়েছে। আগামী চার পাঁচ দিনে আরও একশোটিরও বেশি পথ কুকুরের ভ্যাকসিন দেওয়া হবে। অভিষেক সিনহা