শিলিগুড়িঃ শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের নতুন সাধারণ সচীব হলেন কুন্তল গোস্বামী।এই পদে আগে ছিলেন অরুপ রতন ঘোষ।এবছর তিনি অবশ্য কমিটি নির্বাচনে অংশগ্রহণ করেননি।শনিবারই নতুন কমিটি ঘোষণা করা এসএমকেপির।এই কমিটির সচিব হয়েছেন কুন্তল গোস্বামী,কার্যকরী সভাপতি হয়েছেন নান্টু পাল,ফুটবল সচিব হলেন সৌরভ ভট্টাচার্য,ক্রিকেট সচিব হলেন মনোজ ভার্মা,আথেলেটিক সচিব হলেন বিবেকানন্দ ঘোষ ও ভলিবল সচিব হলেন শ্যামল ঘোষ।নতুন কমিটির কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ মাঠে খেলা ফিরিয়ে আনা।তার কারণ করোনার থাবায় বন্ধ হয়ে যায় সব খেলা।এবার নতুন বছরে নতুন কমিটি কি করে খেলা ফিরিয়ে আনে সেদিকেই নজর খেলোয়াড় প্রেমীদের।নতুন কমিটি দ্রুত বৈঠক করেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।