পারমিতা রায়, ৩০শে ডিসেম্বর: অন্য ভূমিকায় দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। খুন্তি হাতে মুখ্যমন্ত্রী। বীরভূমের রাজনৈতিক কর্মসূচি শেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কলকাতা রওনা হওয়ার পথেই বুধবার সোনাঝুঁড়ির রাস্তায় এক আদিবাসীর দোকানে ঢুকে পরেন হটাৎ ই। এরপর ওই দোকানেরর রান্নাঘরে ঢুকে খোঁজ নেন কি রান্না হচ্ছে ? দোকানের কর্মীর হাত থেকে খুন্তি নিয়ে সেই উনুনে যে সবজি রান্না হচ্ছিল তাতে তিনি খুন্তি নারিয়েও দেখালেন। ওই হোটেলের কর্মী এবং মালিকের সাথে কথা বলে তাদের সুখ দুঃখের খবর নেন মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী খন্তা হাতে রান্না করছেন তা দেখতে শান্তিনিকেতনে আসা পর্যটকেরাও ভীড় করেছিলেন। এরপর মুখ্যমন্ত্রীর কনভয় চলে যায় বল্লভপুর এলাকায় ।বল্লভপুর আদিবাসীপাড়াও ঘুরে দেখেন মুখ্য মন্ত্রী।তারপর বুধবার দুপুর দুটো নাগাদ কালকাতার উদেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে