পরিমল রায়,১৬জুলাই,শিলিগুড়ি: সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করে শুক্রবার শিলিগুড়ি মহকুমা শাসককে স্মারকলিপি জমা দিল এসএফআই দার্জিলিং জেলা কমিটি৷ এদিন এসএফআই এর কর্মী—সমর্থকেরা শিলিগুড়ি মহকুমা শাসক করনের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভ করে৷
তাদের দাবি, সমস্ত স্কুল-কলেজের ফি বৃদ্ধি কমাতে হবে৷ যত তারাতারি সম্ভব টিকাকরণ করে করোনা স্বাস্থ্যবিধি মেনে কলেজ-বিশ্ববিদ্যালয়, স্কুল খুলতে হবে, ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের করোনা টিকাকরণ করিয়ে দ্রুত ক্যাম্পাস খোলার ব্যবস্থা করতে হবে৷ এরূপ বিভিন্ন দাবিদাওয়ার সমর্থনে গত মঙ্গলবার হাশমি চকে একটি গণস্বাক্ষর কর্মসূচি আয়োজন করেছিল এসএফআই এর কর্মী—সমর্থকেরা৷
সেই গনস্বাক্ষর সহ স্মারকলিপি আজ তারা জেলা শাসকের সামনে তুলে ধরেন ৷সাংবাদিকদের মুখামখি হয়ে এসএফআই দার্জিলিং জেলা সভাপতি সাগর শর্মা বলেছেন, লক ডাউন এর পর আনলক প্রক্রিয়া শুরু হয়েছে, সমস্ত দোকানপাট, শপিংমল খোলা হচ্ছে কিন্তু শুধু মাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে কেন? অবিলম্বে ছাত্র-ছাত্রীদের টিকাকরণ করিয়ে স্কুল ক্যাম্পাস খোলার দাবি জানিয়ে শিলিগুড়ি মহকুমা শাসককে স্মারকলিপি জমা দেওয়া হল।
এদিনের এই স্বারকলিপি জমা করন কর্মসূচীতে উপস্থিত ছিলেন SFI দার্জিলিং জেলা সভাপতি সাগর শর্মা ছাড়াও, সম্পাদক শংকর মজুমদার,জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অভিজিৎ চন্দ, তন্ময় চন্দ সহ দলের অন্যান্য কর্মী-সমর্থকরা।