ছোট্ট পংকজের চিকিৎসা সহায়তার হাত বাড়িয়ে দিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
শিলিগুড়ির ৩৩ নং ওয়ার্ডের গেটবাজার সংলগ্ন সিং পাড়ার বাসিন্দা সুরজিৎ সিং। তার ছোট ছেলে ১৩ বছরের পঙ্কজ সিং। দীর্ঘদিন যাবদ পেটের জটিল রোগে ভুগছে। অসহায় পিতা সামান্য লটারির দোকান করে ৯ জনের সংসার কোনরকমে চালান।তার ছোট্ট ব্যাবসায় সমান ভাবে সহিযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার মেয়েরা। সকলের সহযোগিতায় কোনরকম ভাবে চলে তাদের ভরনপোষন।তার উপর দরিদ্র পরিবারে ছেলের কঠিন রোগের খরচ বহন করতে হিমসিম খেতে হচ্ছে সকলকে।বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছেন তারা। নিজের শেষ সম্বল টুকু দিয়ে অসুস্থ ছেলেকে নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ একাধিক বেসরকারী হাসপাতালে চিকিৎসা করার পরেও সুস্থ না হওয়ায় এখন টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে বাড়িতেই শয্যাশায়ী পঙ্কজ। ডাক্তার বলেছে তাকে সুচিকিৎসার জন্য ভিন রাজ্যে নিয়ে চিকিৎসা করতে হবে। লকডাউনে সংসার চালাতে যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে কি করে ছেলেকে বাইরে নিয়ে চিকিৎসা করবে সে ভেবেই রাতের ঘুম উড়েছে পরিবারের। বিষয়টি জানাজানি হতেই মঙ্গলবার এই অসহায় পরিবারের বাড়িতে দেখা করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ,সহ বিজেপির কর্মীরা। এদিন ছোট্ট পঙ্কজের সমস্ত চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থার আশ্বাস দেন তারা।
বিধায়কের আশ্বাসে ছেলের চিকিৎসা নিয়ে আশায় বুক বাঁধছে পংকজের পরিবার। জহিরুল হকের রিপোর্ট ফ্ল্যাশ মিডিয়া নিউজ।