ধুপগুড়ি,১৯জুন,ফ্ল্যাশ মিডিয়া ডেস্ক: আলিপুরদুয়ার ময়নাগুড়ির পর এবার ধুপগুড়ি। একের পর এক মহিলার উপর নির্যাতনের ঘটনা প্রকাশ্যে। আলিপুরদুয়ারে পরকীয়া করার অভিযোগে গৃহবঁধূকে মারধর এবং নগ্ন করে গ্রাম ঘুরিয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়ার পর আবার পরকীয়া নিয়ে একই রকমের ঘটনা ঘটেছে ময়নাগুড়িতেও। ময়নাগুড়িতে ও পরকীয়া করার অভিযোগে এক গৃহবঁধূকে মারধর এবং চুল কেটে নেওয়ার অভিযোগ ওঠে দুদিন আগে। এবার ধুপগুড়ি সংবাদ শিরোনামে।
পরিচারিকাকে জোর করে মদ খাইয়ে গোপনাঙ্গের ছবি তুলে ভাইরাল করার অভিযোগ উঠল । ঘটনায় ইতিমধ্যে ধুপগুড়ির গাং ১ নং গ্রাম
পঞ্চায়েত সদস্যাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গাং ১ নং গ্রাম পঞ্চায়েতের ভোট পাড়া এলাকায় ঘটেছে।
ঐ মহিলা ও তার স্বামীর বিরুদ্ধেই বাড়ির নাবালিকা পরিচারিকাকে মদ খাওয়ানোর অভিযোগ উঠেছে। গত কয়েকদিন আগে পঞ্চায়েত সদস্যা প্রতিমা সরকার ও তার স্বামী পার্থ সরকার বাড়িতেই মদ্যপান করে।জোরপূর্বক পরিচারিকাকেও মদ পান করায়।পরে জোর করে অর্ধনগ্ন করে ভিডিও তোলার অভিযোগ ওঠে।
সম্প্রতি ওই ভিডিও ভাইরাল করে দেয় তারাই।পুলিশ অভিযোগ পেতেই পঞ্চায়েত সদস্যাকে গ্রেফতার করেছে। তার স্বামীর খোজেও তল্লাশি চালাচ্ছে। ভয়ংকর এই ঘটনার নিন্দার ঝড় উঠেছে সব মহলে। মধ্যযুগীয় বর্বরতার এই ছবি আবার একটা বিষয়কে পরিষ্কার করে বুঝিয়ে দিল, কিছু মানুষ আজও অমানুষ।