শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর স্পেশাল অপারেশন গ্রুপের বড় সাফল্য। শিলিগুড়ি প্রধান নগর থানা এলাকার জংশন থেকে একটি টাটা সুমো তল্লাশি চালিয়ে প্রচুর মাদক উদ্ধার করল স্পেশাল অপারেশন গ্রুপ। প্রধান নগর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে সিকিম নম্বরের একটি গাড়ি তল্লাশি চালিয়ে প্রচুর কফ সিরাপ এবং নেশার ওষুধ বাজেয়াপ্ত করে স্পেশাল অপারেশন গ্রুপ। এই ঘটনায় গাড়ির চালক নিমা তামাংকে গ্রেপ্তার করেছে স্পেশাল অপারেশন গ্রুপের অফিসারেরা। অভিযুক্তকে রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। অভিযুক্ত, এই, নেশার সামগ্রী, সিকিমে নিয়ে যাচ্ছিল বলেই প্রাথমিক অনুমান পুলিশের। অমর প্রধানের রিপোর্ট ফ্ল্যাশ মিডিয়া নিউজ।