শীতলকুচি: দু’দেশের সম্পর্ক আরও মজবুত করতে বিএসএফের তরফে অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল র্যালি বৃহস্পতিবার পৌঁছোল কোচবিহার জেলার শীতলকুচিতে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মদিবস উপলক্ষ্যে এই র্যালির আয়োজন করা হয়। র্যালিতে অংশগ্রহণকারী বিএসএফের ১৩ জনকে উত্তরবঙ্গের সংস্কৃতির বৈরাতি নৃত্যের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
এদিন বিএসএফ ৪৭ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডান্ট উপেন্দ্র রাই বলেন, ‘ভারত-বাংলাদেশ সীমান্তের দক্ষিণ চব্বিশ পরগনার জেলার ১৫৩ নম্বর ব্যাটেলিয়ন এলাকা থেকে সাইকেল র্যালিটি শুরু হয়ে প্রায় দুই মাস পর শেষ হবে মিজোরামে সিল্কোর বিওপিতে। দুই দেশের সীমান্ত সম্পর্ক নিবিড় করতে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সম্মান জানাতে বিএসএফের তরফে এই র্যালির আয়োজন করা হয়েছে।’ র্যালিটি সীমান্ত এলাকা দিয়ে প্রায় চার হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে।