পারমিতা রায়,২৬শে দিসেম্বরঃ মর্মান্তিক পথদুর্ঘটনায় গুরুতর আহত হলেন-১ সাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে, শনিবার দুপুর ১টা নাগাদ গয়েরকাটা চা বাগান গেট সংলগ্ন ৪৮ নং এশিয়ান হাইওয়েতে। এই দুর্ঘটনার প্রতিবাদে প্রায় আধ ঘন্টা হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আহত ওই ব্যাক্তির নাম লোদ্রো কিন্ডো, বয়স আনুমানিক ৪৫বছর । গয়েরকাটা চা বাগানের লোদ্র লাইনের বাসিন্দা সে।শনিবার দুপুরে সাইকেলে করে বাড়ি যাবার পথে আচমকাই পেছন থেকে ধুপগুড়ির দিক থেকে আসা একটি ট্রাক ওই ব্যাক্তিকে ধাক্কা মারে এবং পথে পড়ে যাওয়ায় তার ডান পা গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে যায়।ঘটনায় প্রচন্ত রক্তপাত হয় তার ।খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে বানারহাট থানার পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় তাকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে রেফার করা হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা যায়। এরপর ক্ষিপ্ত জনতা এশিয়ান হাইওয়ে অবরোধ করে পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে।প্রায় আধঘন্টা ধরে পথ অবরোধ করে রাখে। যার জেরে বেপক যানজটের সৃষ্টি হয়।এরপর পুলিশি হস্তক্ষেপে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।বানারহাট থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে ঘাতক গাড়িটিকে চালক সহ তেলিপাড়াতে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।