জনার্দন রায়,২৯জুলাই,জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলা পুলিশের রাজগঞ্জ থানার পুলিশের অভিযানে উদ্ধার প্রচুর পরিমাণে মদ। রাজগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে নাকা তল্লাশি চালানোর সময় হাতিমোড় সংলগ্ন এলাকায় ওই বেআইনি মদ উদ্ধার করে পুলিশ। মদ পাচারে অভিযুক্ত মৃণাল রায় নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃণাল রায় একটি অটোরিক্সা করে বিপুল পরিমাণ মদ নিয়ে কোন স্থানে পৌঁছে দেবার জন্য যাচ্ছিল। কিন্তু পুলিশের নাকা তল্লাশিতে ধরা পড়ে যায় সে। অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য কয়েক হাজার টাকা।