পারমিতা রায়, ৩০শে ডিসেম্বর: দেশ জুড়ে শুরু হয়েছে কৃষি আইনের বিরধিতা, । কৃষি আইন বাতিলের দাবিতে ও দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে আজ শিলিগুড়িতে এক প্রতিবাদ মিছিল করা হয়। মিছিল থেকে আওয়াজ ওঠে দেশ বিরোধী কৃষি আইন অবিলম্বে বাতিল কর, আম্বানী-আদানি কোম্পানী রাজ দূর হটো মিছিল হিলকার্ট রোড-সেবক মোড় পরিক্রমা করে হাসমি চকে এসে শেষ হয়। মিছিল শেষে পার্টির রাজ্য কমিটি সদস্য বাসুদেব বসু বলেন কেন্দ্রিয় সরকার দেশ বিরোধী কাজ করছে। বিক্ষোভ প্রদর্শন করে সি পি আই এম এল কর্মী ও সমর্থকেরা হাসমি চকে মোদি,আম্বানি, আদানির কুশপুত্তলিকা দাহ করা হয়। মিছিলে নেতৃত্ব দেন পার্টির রাজ্য সদস্য ও সারা ভারত কিসান মহাসভার জেলা সম্পাদক পবিত্র সিংহ, জেলা সদস্য পুলক গাঙ্গুলী,মোজাম্মেল হক,অপু চতুর্বেদী,নেমু সিংহ,শরৎ সিংহ, পৈসাঞ্জু সিংহ প্রমুখ।