পরিমল রায়,১১আগস্ট, শিলিগুড়ি: মশাবাহিত রোগ প্রতিরোধ করতে উদ্যোগ নিল শিলিগুড়ি পুর নিগম ৷শিলিগুড়ি পুরানিগমের বোরো অফিসের আধিকারিকদের মাধ্যমে গাপ্পি মাছের পোনা ছাড়া হল বিভিন্ন জলাশয়ে৷ বুধবার শিলিগুড়ি পুরো নিগমের বিভিন্ন বোরো অফিসের আধিকারিকদের হাতে গাপ্পি মাছের পোনা তুলে দেন শিলিগুড়ি পুর নিগমের প্রসাশক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব৷
শিলিগুড়ি পুর নিগমকে মশা বাহিত রোগ থেকে রক্ষা করতে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ উদ্যোগ নেওয়া হয়েছে শিলিগুড়ির বিভিন্ন জলাশয়ে ছাড়া হবে গাপ্পি মাছের পোনা। যে সমস্ত জায়গায় জল জমার সমস্যা রয়েছে সেই সমস্ত জায়গায় গাপ্পি মাছের পোনা ছাড়া হবে৷মোট ছয় লক্ষ গাপ্পি মাছের পোনা ছাড়া হবে৷
বুধবার প্রায় সাড়ে তিন লক্ষ গাপ্পি মাছের পোনা পাঁচটি বোরো অফিসের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। আরও সাড়ে তিন লক্ষ গাপ্পি মাছের পোনা দেওয়া হবে আগামীতে । জমা জলে মশার লার্ভা জন্মায় সেই লার্ভা গাপ্পি মাছ খেয়ে মশা বাহিত রোগ প্রতিরোধ করবে৷
বুধবার বাঘাযতীন পার্কের মাঠে মৎস্য দফতরের পক্ষ থেকে এই মাছগুলো শিলিগুড়ি পুর নিগমের হাতে তুলে দেওয়া হয় ৷ সেখান শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলির চেয়ারম্যান গৌতম দেব সমস্ত বোরো অফিস আধিকারিকদের মধ্যে বন্টন করেন৷এদিনের সেই কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য রঞ্জন সরকার ও শিলিগুড়ি পুরানিগমের কর্মীবৃন্দ।