প্রসেনজিৎ রাহা, ৪সেপ্টেম্বর,শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার সামনে থাকা বাজেয়াপ্ত দুর্ঘটনাগ্রস্ত একটি গাড়িতে আচমকা শুক্রবার রাতে আগুন লেগে যায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রধান নগর থানা পার্শ্ববর্তী রেগুলেটেড মার্কেট এলাকায়।
তড়িঘড়ি প্রধান নগর থানা থেকে খবর দেওয়া হয় দমকল বিভাগ কে। মাটিগাড়া এবং শিলিগুড়ি থেকে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন। প্রধান নগর থানার পুলিশ কর্মীরা আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। দমকল কর্মীরা এসে তড়িঘড়ি যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছিল। পুলিশ কর্মী এবং দমকল কর্মীদের তৎপরতায় পার্শ্ববর্তী বেশ কয়েকটি গুদাম আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে। রেগুলেটেড মার্কেট ধাকা শ্রমিকেরাও আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। পুলিশ কর্মী এবং দমকল কর্মীদের পাশাপাশি রেগুলেটেড মারকেটের শ্রমিকদের তৎপরতায় বড়সড় অগ্নিকান্ডের ঘটনা ঘটেনি এদিন।
প্রধান নগর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। দমকল কর্মীদের ধারণা আটক দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ব্যাটারি থেকেও শর্ট-সার্কিট হতে পারে। অথবা অসাবধানতাবশত আগুনের ফুলকি গাড়িতে পড়াতেও অগ্নি কান্ডের ঘটনা ঘটতে পারে। গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে।