দেবাশীষ দাস,১৮ সেপ্টেম্বর, রায়গঞ্জ:রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়ার পর শনিবার সকালে মৃত্যু হলো এক শিশুকন্যার। বৃহস্পতিবার বছর ৯ এর রিনা সেন নামে ঐ শিশুকন্যাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ শিশুকন্যাকে সি.সি.ইউ তে স্থানান্তরিত করা হয় এরপর গতকাল ভেন্টিলেশনে দেওয়া হয়। এরপর আজ ঐ শিশুকন্যার মৃত্যু হয়।
কুন্তল দাস নামে রোগীর আত্মীয় অভিযোগ, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই শিশু কন্যাকে হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যুর কারন হিসেবে কখনও হৃদরোগে আক্রান্ত হয়েছে বলা হয়েছে আবার কখন সুগারের জন্য মৃত্যু হয়েছে বলা হচ্ছে।
মৃত্যুর সঠিক কারণ চিকিৎসকরা এখনও জানাতে পারেনি বলে অভিযোগ বাড়ির লোকের। যদিও রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার জানিয়েছেন, ওই শিশুর ডায়াবেটিস ছিল। ডায়াবেটিকস কারনেই তার মৃত্যু হয়েছে।