ঋষি চ্যাটার্জি, ১৪ সেপ্টেম্বর, শিলিগুড়ি: জলে ডুবে মৃত্যুর হলো এক শিশুর। মৃত শিশুর নাম মোহাম্মদ আহট, বয়স পাঁচ বছর।এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাগডোগরার মুনিবস্তি চা বাগানে।
জানা গেছে বাড়িতে কেউ না থাকার সময় খেলতে খেলতে হঠাৎই একটি কালভার্টের নিচে শিশুটি পড়ে যায় এবং স্থানীয় কিছু বাসিন্দারা ওই শিশুকে কালভার্টের নিচে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি সেখান থেকে সেই শিশুটিকে তুলে নিয়ে বাগডোগরা গ্রামীণ হাসপাতালে যায়।
কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।এই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।