শিলিগুড়ি,১২জুন,প্রসেনজিৎ রাহা: অবৈধ সম্পর্ক প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে উঠল শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর গ্রাম পঞ্চায়েতের অধীন পাপিয়া পাড়া। এলাকা বাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে একটি বাড়িতে এক গৃহবধুর সাথে পরকীয়ার কারনে আনাগোনা করতো নিমাই দাস। ঐ বাড়ির প্রাচির টপকে সে যখন ঢুকছিল সেই সময় এলাকার লোকজন তা দেখতে পেয়ে বাড়ি টিকে ঘিরে ফেলে ও বিক্ষোভ দেখায়। এলাকায় ব্যাপক উত্তেজনার
খবর পেয়ে আশিঘড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।এলাকাবাসীদের অভিযোগ স্বামী বাইরে কাজ করার সুযোগকে কাজে লাগিয়ে এলাকার ওই মহিলা ওই যুবকের সাথে পরকীয়ায় মেতে ছিল। এলাকার লোকজন বিষয়টি আঁচ করতে পারার পর বেশ কিছু দিন আগে বাড়ি তে যেন কেউ না আসে এমনটা বলে ওই মহিলাকে বার বার সর্তক করলেও ঐ মহিলা কোন কর্ণপাত করতেন না বলে অভিযোগ স্থানীয়দের।
ঐ মহিলা একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকায় কেউ কিছু বলতে তেমন সাহস পেত না বলেই জানিয়েছেন এলাকাবাসীরা। তবে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এমনটা ভেবেই ধৈর্য্যের বাঁধ ভেঙে ছিল স্থানীয় বাসিন্দাদের। তাদের কে হাতে নাতে ধরে ফেলবে এই ছক কষে এলাকাবাসিরা।
অবশেষে মিলে যায় সাফল্য।
অভিযুক্ত যুবক ওই গৃহবধূর ঘরে ঢুকতেই বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা।
অন্যদিকে ঐ মহিলার স্বামীকে খবর দেওয়া হলে তিনি বলেন, অনেক দিন ধরেই অভিযোগ শুনতে পাচ্ছিলাম। এর আগে আমার সাথে বিষয়টি নিয়ে ঝগড়াও হয়। তিনি পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেই বিচার পাবেন বলে জানিয়েছেন।
অপরদিকে ওই গৃহবধূ এবং যুবককে আটক করে বিপাকে পুলিশ ও। দুজনেই সাফ জানিয়েছেন দুজনে দুজনকে ভালোবাসেন। যা আইনি ভাষায় পরকীয়া। তবে আইন যাই বলুক এলাকাবাসীরা এই সম্পর্ক মানতে নারাজ। এই সম্পর্ক মানতে নারাজ বিপাকে পড়া স্বামীও।