উত্তর দিনাজপুর,২২জুন, ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক:ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল কন্যা সন্তান।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকার রায়গঞ্জ – বালুরঘাট রাজ্য সড়কের পাশের ঝোপ থেকে কয়েক মাসের এক কন্যা সন্তান উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সোমবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে ধরনী নামে এক ব্যাক্তি রাস্তার পাশের ঝোপের মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়।বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেরে প্রথমে তিনি একটু ভয় পেয়ে তার এলাকার অন্যান্যদের ফোন করে ডাকেন।
এর পর এলাকার লোকজন ছুটে এলে ঐ ঝোপের আড়াল থেকে এক কন্যা সন্তানকে উদ্ধার করা হয়।বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ।এর পর পুলিশ ও এলাকার লোকজন কন্যা সন্তানটিকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে চিকিৎসা জন্য।খবর দেওয়া হয় চাইল্ড লাইনকেও।
প্রাথমিক ভাবে চিকিৎসক দের আনুমান কন্যা সন্তানটির বয়স ২-৩ মাস ।কে বা কারা কি কারণে বাচ্চাটিকে ঐ ঝোপে ফেলে দিয়ে গেলো কালিয়াগঞ্জ থানার পুলিশ তা খতিয়ে দেখছে।কন্যা সন্তান হবার ফলেই হয়তো এই পরিনাম বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।