শিলিগুড়ি,২৩ এপ্রিল,প্রসেনজিৎ রাহাঃ ড্রাগস এর নেশা সর্বনাশা। বর্তমান তরুণ ও যুব প্রজন্ম এই নেশার কবলে পড়ে সবকিছু হারাতে চলেছে। নিজের প্রতিভা, নিজের বুদ্ধি, নিজের জ্ঞান, নিজের শিক্ষা সবকিছুই কেড়ে নিয়েছে ড্রাগস। নাবালকরা পর্যন্ত আজ ড্রাগস এর কবলে। শিলিগুড়ি মহাকুমার বিধান নগরে আজ এমনই এক ড্রাগস আসক্ত নাবালক মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল। তাও আবার এক পুলিশকর্মীর মোবাইল চুরি করতে গিয়ে পুলিশের হেফাজতেই যেতে হল বাগডোগরার এক নাবালককে, কিশোরকে উদ্ধার করে আইনানুযায়ী ব্যবস্থা নিচ্ছে ফাঁসিদেওয়া থানার বিধান নগর ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশ।
দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া থানার অন্তর্গত বিধাননগর বাজারে এক পুলিশকর্মীর মোবাইল চুরি করতে এসে হাতে নাতে ধরা পরলো এক নাবালক । জানা গিয়েছে তার বাড়ি বাগডোগরাতে। তাকে পুলিশের হাতে তুলে দেন বিধান নগরের সাধারণ মানুষ । জানা গিয়েছে বিধান নগরের এক পুলিশকর্মী বিধান নগর বাজারে বাজার করছিলেন, সেই সময় তার মোবাইল চুরি করার চেষ্টা করে ওই নাবালক, তাকে হাতেনাতে ধরে ফেলেন তিনি, এরপর জমে যায় ভিড়, স্থানীয় লোকজন ওই নাবালককে আটক করে এবং বিধান নগর ইনভেসটিকেশন সেন্টারের পুলিশকে খবর দেওয়ার পর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হেফাজতে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বেশ কিছুদিন যাবৎ বিধান নগরে মোবাইল চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। নেশায় আসক্ত কিছু তরুণ যুবক এই কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বিধান নগর ইনভেসটিগেশন সেন্টারের পুলিশ জানিয়েছে, নাবালকদের অপরাধমূলক কাজে ধরা পড়ার পর উদ্ধার করার ক্ষেত্রে যে সমস্ত আইনী পদক্ষেপ রয়েছে তা গ্রহণ করছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।