সৈয়দ নিজাম,৭ সেপ্টেম্বর, বানারহাট: চাপাতার ওজন চলাকালীন আচমকা বাজ পড়ে গুরুতর জখম হলেন ১৭ জন মহিলা চা শ্রমিক।সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে বানারহাট থানার ডায়না চাবাগানের রামবাড়ি ডিভিশনের ৫১ নম্বর সেকশনে।
বাগানের মেডিকেল অফিসার ডাঃ এম কে সোনি বলেন, সোমবার বিকেলে কাঁচা চাপাতা তোলার সময় বৃষ্টি হচ্ছিল।সেইসময় হঠাৎ সশব্দে একটি বাঁজ পড়ে।তীব্র বজ্রপাতে ১৭ জন মাটিতে লুটিয়ে পড়েন।এদের প্রত্যেকেরই হাত,পা এবং শরীর বিভিন্ন অংশ ঝলসে যায়।তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই সবাইকে ভর্তি করা হয়। বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসা চলছে আহতদের।
ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চা বাগান এলাকায়। শ্রমিকদের মধ্যে আতঙ্কের ছবি ধরা পড়ে। মাল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহতদের মধ্যে দুই তিন জনের শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে। তবে প্রত্যেকের অবস্থাই স্থিতিশীল।