শিলিগুড়ি,২১জুন,প্রসেনজিৎ রাহা:ফাটাপুকুরে ফের পথদুর্ঘটনা। এবার পথদুর্ঘটনায় মৃত্যু হল এক শিক্ষকের। সোমবার সাড়ে এগারোটা নাগাদ র্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার অন্তর্গত ফাটাপুকুর চৌমাথায়। গত দু’সপ্তাহে এই নিয়ে তিনটি দুর্ঘটনার ঘটনা ঘটল একই স্থানে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অজিত কুমার মন্ডল। তাঁর বাড়ি জলপাইগুড়ির পাহাড়পুর ডেঙ্গুয়াঝাড় এলাকায়। তিনি রাজগঞ্জ সন্ন্যাসীকাটা হাইস্কুলের শিক্ষক। সোমবার সকালে এক সহযোগীকে সঙ্গে নিয়ে তিনি রাজগঞ্জ সন্ন্যাসীকাটা হাইস্কুলে আসছিলেন। স্কুটিতে পেছনে বসে ছিলেন ওই শিক্ষক। ফাটাপুকুর চৌমাথা মোড়ে পেছন থেকে একটি ট্রাক তাদের স্কুটিতে ধাক্কা মারে বলে জানিয়েছেন মৃতের সহযোগী।
তিনি আরও জানান, ধাক্কা লাগার সময় নিজেকে কোনো মতে বাঁচাতে পারলেও পেছনে বসে থাকা অজিতবাবুর মাথা ট্রাকের চাকার নীচে পড়ে যায়। মাথা ফেটে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার বলে জানান তিনি।দুর্ঘটনার দৃশ্য দেখেই ভিড় জমান এলাকাবাসীরা। এই ঘটনার খবর পেয়ে কিছুক্ষণ পর সেখানে রাজগঞ্জ থানার পুলিশ পৌঁছায়। স্থানীয়রা তাদের ঘিরে বিক্ষোভ দেখান।স্থানীয়দের অভিযোগ পরপর যেভাবে দুর্ঘটনা ঘটছে তার দ্রুত সুরাহা হওয়া প্রয়োজন।
এদিনের ঘটনাতেও জাতীয় সড়কের কাজকেই দায়ী করা হয়। এই বিষয়টি নিয়ে এলাকাবাসীদের সঙ্গে মঙ্গলবার কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জয়েন বিডিও। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে রাজগঞ্জ থানার পুলিশ। মৃত রাজগঞ্জ সন্ন্যাসীকাটা হাইস্কুলের শিক্ষক অজিত কুমার মন্ডল এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ছাত্র-ছাত্রী, শিক্ষক মহলে এবং জলপাইগুড়ির পাহাড়পুর ডেঙ্গুয়াঝাড় এর
এলাকাবাসীদের মধ্যে।