প্রসেনজিৎ রাহা, ২৫ আগস্ট,শিলিগুড়ি: আবার শোনা গেল শিলিগুড়ি দার্জিলিং রুটে কু ঝিক ঝিক আওয়াজ। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবার পথে ৫৫ নম্বর জাতীয় সড়কে ১০৮ বার জাতীয় সড়কের মাঝখান দিয়ে সমস্ত যানবাহনকে থামিয়ে শৈল শহরে পৌঁছে যাবে আমাদের স্বপ্নের ট্রয় ট্রেন। করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয়ট্রেন পরিষেবার শুভ সূচনা হলো বুধবার সকালে।
করোনার কারণে মুখ থুবড়ে পড়েছিল পর্যটন শিল্প। সুন্দরী দার্জিলিং এ দেখা দিয়েছিল শ্মশানের নিস্তব্ধতা। বিদেশি পর্যটক তো দূর অস্ত দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকরাও গৃহবন্দি ছিল প্রায় দুই বছর। করোনাকে হারিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে দেশ। নানান রকম সতর্কতাঃ নিয়ে বাঁচার চেষ্টা করছে ভারতবাসী।
পশ্চিমবঙ্গে এখনো জারি রয়েছে কড়া বিধি নিষেধ। করোনার হাত থেকে রক্ষা পেতে শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্ক ব্যবহার আবশ্যিক ঘোষণা করেছে রাজ্য সরকার। বিশেষজ্ঞরা বলছেন আসন্ন তৃতীয় ঢেউ। আর সেই কারণেই রাজ্য স্বাস্থ্য দপ্তর বাংলার মানুষকে করোনার টিকা দিয়ে ও নানান বিধি নিষেধ মেনে চলার পরামর্শ দিয়েছেন।
ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলা। খুলেছে দোকানপাট,শপিং মল, বিউটি পার্লার, সুইমিংপুল, জিম সরকারি-বেসরকারি অফিস, এবার রাজ্য সরকারের নজর পর্যটনের দিকে, অপরদিকে কেন্দ্রীয় সরকারের লক্ষ্য দেশবাসীকে করোনার টিকা রাজ্য সরকার গুলির মাধ্যমে পৌছে দিয়ে সবকিছু স্বাভাবিক করার, ভারতীয় রেলের সবচেয়ে আকর্ষণীয় রেল হল টয় ট্রেন।
দার্জিলাং হিমালয়ান রেলওয়ের অন্তর্গত টয় ট্রেন করোণা মহামারীর কারণে প্রায় দেড় বছর যাবৎ বন্ধ ছিল। দেশি-বিদেশি পর্যটকরা করোনার কারণে ভ্রমণ বন্ধ রেখে ছিলেন। সবকিছু স্বাভাবিক হতেই বুধবার থেকে ফের ফের চালু হল পর্যটক ও পর্যটন ব্যবসায়ীদের বহু আকাঙ্খিত ট্রয় ট্রেন পরিষেবা। বুধবার নিউজলপাইগুড়ি স্টেশন থেকে চালু হল ওয়ার্লড হেরিটেজ খ্যাত এই পরিসেবা।
নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং টয় ট্রেন পরিষেবা বন্ধ থাকলেও কিছুদিন আগে চালু হয়েছিল কেবলমাত্র দার্জিলিং এর জন্য জয় রাইড। নানান বিধি-নিষেধ শিথিল করে পর্যটনের দ্বার খুলে দেওয়া হলেও দার্জিলিং সহ তরাই ডুয়াস ও পাহাড়ে পর্যটকদের খুব একটা দেখা পাওয়া যাচ্ছিল না। স্বাভাবিক ভাবেই পর্যটন শিল্পের সাথে যুক্ত ব্যবসায়ীদের এতেই মাথায় হাত পড়েছিল।
কিন্তু পুজোর আগে এই টয় ট্রেন পরিসেবা চালু হওয়ায় পর্যটক ব্যবসায়ীরা আশার আলো দেখতে পাচ্ছেন। বুধবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেন পরিষেবার শুভ সূচনা করেন রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা।
রেলের আশা ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে দেশ, অনেকটাই স্বাভাবিক বাংলা, আর সেই কারণেই ধীরে ধীরে দেশের বিভিন্ন রাজ্যের এবং বিদেশের পর্যটকরাও সুন্দরী দার্জিলিংকে উপভোগ করতে টয়ট্রেন চেপেই পৌঁছবেন শৈল শহরে, যাত্রার শুভ সূচনার প্রথম দিন খুব বেশি পর্যটক না থাকলেও জনা কয়েক পর্যটককে নিয়েই কু ঝিকঝিক আওয়াজ তুলে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং এর অভিমুখে রওনা দিলো সুসজ্জিত টয় ট্রেন।