শিলিগুড়ি,১১জুন,পরিমল রায়: স্ত্রীর স্বীকৃতির দাবি জানিয়ে স্বামীর বাড়ীর সামনে ধর্নায় বসল এক মহিলা।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌর নিগমের ৩৭নম্বর ওয়ার্ডের ঘুঘুমালিতে।ঐ মহিলার অভিযোগ দীর্ঘ পাঁচ বছর ধরে তার সাথে মেলামেশা করে আসছেন মানিক ভাদুড়ি।এমনকি বিয়েও করে তারা।কিন্তুু সে আইনি ভাবে স্ত্রীর মর্যদার দাবি করলে নানা টালবাহানা করে আসছিল মানিক। বৃহস্পতিবার তাদের রেজিস্ট্রি অফিসে গিয়ে আইনি সিকৃতি নেওয়ার কথা ছিল।কিন্তুু তিনি রেজিস্ট্রি অফিসে পৌঁছালেও মানিকের দেখা মেলেনি।
অবশেষে ঐ মহিলা স্ত্রীর স্বীকৃতির দাবিতে মানিক এর বাড়ীতে হাজির হয়।মনিকের বাড়ীর লোকজন তাকে বেধরক মারধোর করে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ।মহিলার অভিযোগ সেই সময় মানিক বাড়ীতেই ছিল। সুযোগ বুঝে বাড়ীর প্রাচীর টপকে চম্পট দেয় মানিক।এরপরই ধর্নায় বসে ঐ মহিলা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিগড় ফাঁড়ির পুলিশ।মহিলার দাবি যতখন পর্যন্ত সে স্ত্রীর মর্যদা না পাচ্ছে ততখন সে ধর্নায় বসে থাকবে। এরপর আশিঘর ফাঁড়ির পুলিশ ওই মহিলাকে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানানোর জন্য থানায় নিয়ে আসেন। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্ট।