ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,১৯জুলাই, শিলিগুড়ি: শিলিগুড়ি শহর সংলগ্ন শিবমন্দির থেকে গাড়িতে করে গাঁজা পাচারের সময় আটক হল এক মহিলা। শিব মন্দির থেকে গাড়ি করে বাগডোগরায় নামে সেই মহিলা। অভিযুক্ত ওই মহিলা একটি তেলের ড্রামের ভেতরে আনুমানিক দশ থেকে বারো কিলো গাঁজা পাচার করছিল বলে অভিযোগ। এই বিষয়টি এক ব্যক্তি লক্ষ করেন এবং তিনি সন্দেহের বিষয়টি কর্তব্যরত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কে দেন। বাগডোগরা ট্রাফিক পুলিশ এই মহিলাকে আটক করে রাখেন।
ট্রাফিক পুলিশ কর্মীদের কাছ থেকে খবর পেয়ে বাগডোগরা থানায় পুলিশ সেই মহিলাকে গাজা বোঝাই টিন সহ থানায় উদ্ধার করে নিয়ে যায়। বাগডোগরা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে গোটা বিষয়টির তদন্ত চলছে। তদন্তের স্বার্থে ওই মহিলার নাম এবং পরিচয় গোপন রেখেছে পুলিশ।