শিলিগুড়ি, ২রা জুন,প্রসেনজিৎ রাহা: শিলিগুড়িরর মহানন্দা ব্রিজ এর উপরে পড়ে ছিল এক যুবক। পথচারীরা বেহুশ অবস্থায় মহানন্দা ব্রিজ এর ফুটপাতের ওপরে ওই যুবককে পড়ে থাকতে দেখে মহাত্মা গান্ধী মোড় ট্রাফিক পুলিশের কার্যালয় খবর দেয়। খবর পেয়ে ছুটে আসে ট্রাফিক পুলিশের কর্মীরা। তারা খবর দেন শিলিগুড়ি থানার পুলিশকে।
রাতভর বৃষ্টির মধ্যে ওই ফুটপাতেই পড়েছিল যুবক বলেই জানিয়েছেন না পথচারীরা। এরপর শিলিগুড়ি থানার পুলিশ এসে পথচারীদের সহায়তায় যুবককে গাড়িতে তুলে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অসুস্থতার কারণেই ওই যুবক পথে পড়ে ছিল বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। তবে এই যুবক কোথা থেকে এসেছে এবং তার নাম পরিচয় কোন কিছুই জানা সম্ভব হয়নি। বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই যুবক।
গুরুং বস্তি এলাকার বেশ কিছু দোকানি জানিয়েছেন বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় ঘোরাঘুরি করছিল এই যুবক। স্থানীয়রা তাকে খেতেও দিতেন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এর সহযোগিতায় যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করতে পেরে খুশি পথচারী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।