জহিরুল হক,২৪ আগস্ট, শিলিগুড়ি: শিলিগুড়ি শহর লাগোয়া জটিয়াকালীর একটি রিসোর্টের চুরির ঘটনার কিনারা করলো এনজেপি থানা।উদ্ধার দুটি পাম্প সহ একটি নম্বর প্লেট বিহীন মোটর সাইকেল।গত মঙ্গলবার নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ি সংলগ্ন জটিয়া কালীর একটি রিসোর্ট থেকে রাতের অন্ধকারে চারটি পাম্প মেশিন সহ বেশকিছু জিনিসপত্র চুরি যায়।
বৃহস্পতিবার রিসোর্ট কর্তৃপক্ষ এনজেপি থানায় চুরি সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।অবশেষে শনিবার ভোররাতে জটিয়াকালি থেকে বছর ১৯এর মোহাম্মদ জব্বার মিঞা কে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে ধৃত জব্বারের বাড়ি বিহারে বলে জানা গেছে।জটিয়া কালীতে শশুর বাড়িতে বসবাস করত।এর আগেও একাধিক বার জব্বার মিঞা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত ছিলো।ধৃতকে জলপাইগুড়ি আদালতে তুলে তিন দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসবাদ চালায় এনজেপি থানার পুলিশ।
এরপরেই অভিযুক্ত কে সাথে নিয়ে জটিয়াকালীর বিন্নাবাড়িতে তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হয় চুরি যাওয়া আরো দুটি পাম্প ও চুরির কাজে ব্যাবহিত নাম্বার বিহীন একটি মোটর সাইকেল। এন, জে, পি থানার সাদা পোশাকের পুলিশ সূত্রে জানা গিয়েছে চুরির কাজে ব্যবহৃত নম্বর প্লেট মেশিন মোটর সাইকেলটি চুরির কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তিন দিনের রিমান্ড শেষে ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।