জনার্দন রায়,৩০জুন,ধূপগুড়ি:ফের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে পরকীয়া প্রেমের অভিযোগে বিবাহিত এক যুবককে বেঁধে রাখল এলাকাবাসীরা, পাশাপাশি গৃহবধূর কপালেও জুটল মার। মঙ্গলবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে ধুপগুড়ির পূর্ব মাগুরমারীর গিলান্ডী পাড় সংলগ্ন এলাকায়। অভিযোগ, গিলান্ডি পাড় সংলগ্ন এলাকায় এক বিবাহিত মহিলার বাড়িতে আসে ঐ বিবাহিত যুবক। এর পর স্থানীয়রা ঐ যুবককে ধরে বেঁধে রাখে। বেশ কিছুদিন ধরেই বিষয়টি নজরে ছিল এলাকার বাসিন্দাদের। বেশ কয়েকবার ওই গৃহবধূকে বিষয়টি নিয়ে সতর্ক করেছিল এলাকার মহিলারা।
স্থানীয় সূত্রে জানা গেছে ঐ মহিলার পাঁচ বছরের একটি সন্তানও রয়েছে এবং যুবকটিও বিবাহিত।তার বাড়ি ধুপগুড়ির নিরঞ্জন পাঠ এলাকায়। তারও দুটি সন্তান রয়েছে। তা সত্ত্বেও দুজনে প্রনয়ে আবদ্ধ হয়েছিল। মঙ্গলবার রাতে ঐ যুবক ওই বাড়িতে ঢুকতেই বাড়ি ঘিরে ধরে স্থানীয় বাসিন্দারা।এরপর বিবাহিত স্থানীয় ওই গৃহবধূ এবং ঐ বিবাহিত পুরুষকে বাড়িতেই একটি খুটির সাথে বেঁধে রাখে গ্রামবাসীরা। স্থানীয় গ্রামবাসীরা সেই বিবাহিত পুরুষ এবং মহিলাকেও উত্তম মাধ্যম দেন। এই নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ধুপগুড়ি থানা সূত্রে জানা গিয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে ঐ যুবক ও মহিলাকে বেধে রাখে গ্রামবাসীরা।পাশাপাশি তাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে, মঙ্গলবার ধুপগুড়ির পূর্ব মাগুরমারীর গিলান্ডী পাড় সংলগ্ন এলাকায় এই উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয়রা ওই গৃহবধূ এবং ওই যুবককে মারধর করে বেঁধে রাখে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে নিয়ে আসে। রাতেই দুজনের মেডিক্যালও করানো হয়। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। এলাকাবাসীর অভিযোগ এলাকার পরিবেশ নষ্ট করছেন ওই গৃহবধূ এবং সেই কারণেই তাকে এবং তার প্রেমিক কে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে বিষয়টি নিয়ে কোনো তরফেই এখনো থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি।