ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক ৯জুলাই,শিলিগুড়ি: ক্ষণিক স্বস্তির পর আবারও রাজ্যে বাড়ল করোনা সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৯৫ জন, মৃত্যু হয়েছে ১৭ জনের। তবে বুধবার সংক্রমিত ও মৃত্যুর সংখ্যা ছিল কম।বৃহস্পতিবার করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ১৪৯০ জন। এই নিয়ে বাংলায় সুস্থতার হার দাঁড়াল ৯৭.৭৫ শতাংশ।করোনার দ্বিতীয় ঢেউ রুখতে রাজ্যে আগামী ১৫ তারিখ পর্যন্ত জারি থাকছে কঠোর বিধিনিষেধ। যদিও ছাড় রয়েছে বেশ কয়েকটি ক্ষেত্রে। কড়া বিধিনিষেধের বেড়াজালেই কোভিড সংক্রমণ বাগে এসেছিল।
সপ্তাহের শুরুতেই হাজারের নিচে নেমে যায় দৈনিক আক্রান্তের সংখ্যা। কমে আসে প্রাণহানির হারও। কিন্তু বৃহস্পতিবারের কোভিড গ্রাফ ফের চিন্তা বাড়াল। দৈনিক সংক্রমণ হাজার ছুঁইছুঁই। সামান্য হলেও বাড়ল মৃত্যুর হার। এখনও সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৯৩। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৯,৮৪২। এর মধ্যে মাত্র ২ শতাংশ রিপোর্ট পজিটিভ। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত ১৫ লক্ষ ৯ হাজার ২১৮।
করোনায় এখনো পর্যন্ত বলি হয়েছেন ১৭, ৮৬৭ জন। কোভিডের কবলমুক্ত হয়েছেন ১৪ লক্ষ ৭৫ হাজার ২০৮ জন। কমেছে অ্যাকটিভ কেসও। তবে দার্জিলিং, কলকাতার পরিসংখ্যানও ভাবাচ্ছে। দৈনিক সংক্রমণে গত কয়েকদিন ধরেই কলকাতাকে পেরিয়ে যাচ্ছে দার্জিলিং।
গত ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে নতুন করে করোনা আক্রান্ত ৮৮ জন, আর কলকাতায় ৮৭ জন। এই মুহূর্তে রাজ্যে সমস্ত গণপরিবহণ চলছে। বাদ শুধু লোকাল ট্রেন, মেট্রো। মুখ্যমন্ত্রীর আশঙ্কা, এগুলোও চালু করা হলে ফের হু হু করে বাড়বে সংক্রমণ। তাই ১৫ তারিখ পর্যন্ত সেসব বন্ধই থাকবে। তারপর অবশ্য রেল চালু করার ক্ষেত্রে রাজ্য সরকার অনুমতি দেবে কি না, সেদিকে তাকিয়ে আমজনতা। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি
শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় বিগত ২৪ ঘন্টায় মাত্র ২৮ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। কিছুদিন আগেও শিলিগুড়ি শহরেই দৈনিক তিন শতাধিক মানুষ করোনা আক্রান্ত হতেন। অপরদিকে গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলায় জেলায় বেড়েছে সুস্থতার হার। কমেছে করোণায় মৃত্যুর সংখ্যা।
জলপাইগুড়ি জেলায় ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ জন। মৃত ৪ জন। দার্জিলিং জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১৩ জন। মৃত্যু হয়েছে ১ জনের। আলিপুরদুয়ার জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৭ জন। কোচবিহার জেলায় সুস্থ হয়েছেন ৯৩ জন। মৃত ১ জন।কালিংপং জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। উত্তর দিনাজপুর জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। দক্ষিণ দিনাজপুরে ১৮ জন। মালদায় ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অপরদিকে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ায় আক্রান্তের সংখ্যা ২ জন। ফাঁসিদেওয়ায় আক্রান্তের সংখ্যা ২ জন । খড়িবাড়িতে বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ জন। নকশালবাড়িতে করোনায় আক্রান্ত হয়েছে ৩ জন।
ফ্ল্যাশ মিডিয়া নিউজ এর তরফ থেকে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, মাস্ক ব্যাবহার ও শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্যানিটাইজার ব্যাবহার করা ভূলে যাবেন না,এই তিনটি সতর্কতা মূলক ব্যবস্থাই আপনাকে বাঁচাবে করোনা সংক্রমণের হাত থেকে।