জাহিরুল হক,৩১জুলাই, শিলিগুড়ি: ফের বড়সড় সাফল্য এনজেপি থানার সাদা পোশাকের পুলিশের।একটি দেশী ওয়ান শাটার আর্মস ও এক রাউড কার্তুজ সহ এক দুস্কৃতিকে গ্রেপ্তার করলো এনজে পি থানার সাদা পোশাকের পুলিশ।এন জে পি থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রায় প্রতনিয়তই এমনি কর্মকান্ডর জেরে পুলিশের জালে ধরা পড়ছে একাধিক দুষ্কৃতীরা। খুন থেকে চুরি কোনো অপরাধীই পার পাচ্ছে না পুলিশের থেকে। কিছুদিন আগেও ফুলবাড়িতে খুনের মতো ঘটনার অপরোধীকেও ধরতে বেশি সময় লাগেনি পুলিশের।
শুক্রবার রাত্রে নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকা থেকে সূর্যসেন কলোনির বাসিন্দা অজয় দে নামে এক দুস্কৃতিকে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় এক রাউন্ড কার্তুজ সহ ইম্প্রোভাইসড দেশি লোডেড ফায়ার আর্মস।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যাক্তির নামে এর আগেও থানায় একাধিক মামলা রয়েছে। ধৃতের কোনো অপরাধ মূলক কাজ সংগঠিত করা লক্ষ ছিলো কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।শনিবার ধৃত ব্যাক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।