জনার্দন রায়, ১সেপ্টেম্বর, ময়নাগুড়ি: নাকা চেকিং দেখে ময়নাগুড়ি বিডিও অফিসের সামনে ৩১ নং জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল সবজি বোঝাই গাড়ি। উদ্ধার হলো বিপুল পরিমানে অবৈধ ভূটান মদ।বুধবার ময়নাগুড়ি বিডি ও অফিস সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং চলছিল।
ঠিক সেসময় দ্রুত গতিতে একটি সবজি বোঝাই পিকআপ ভ্যান নাকা চেকিং থেকে বাঁচতে দ্রুতগতিতে ছুটে চলে যায়। সেই সময় পিকআপভ্যানের সামনে একজন সাইকেল-আরোহী এসে পড়ে। আর সেই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে পড়ে পিকআপ ভ্যানটি I
তৎক্ষণাৎ এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে গেলে দেখতে পায় সবজির নিচে প্রচুর পরিমাণে মদ বোঝায় কার্টুন I এরপর ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে I পুলিশ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং গাড়িটি থেকে প্রচুর পরিমাণে মদের কার্টুন সহ মদ উদ্ধার করে ময়নাগুড়ি থানার পুলিশ I
যদিও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়েছে কিনা পুলিশ সূত্রে এখনও কিছু জানা যায়নি I পুলিশ ঘটনার পুরো তদন্ত শুরু করেছে I ময়নাগুড়ি থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় লক্ষাধিক টাকার অবৈধ ভূটান মদ উদ্ধার হয়েছে। গাড়ির নম্বর দেখে মালিকের খোঁজে তদন্ত চলছে।