ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,আলিপুরদুয়ার: বিজেপি সাংসদ জন বার্লা, বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন, শিখা চ্যাটার্জী ও দুর্গা মূর্মূর পর এবার আলিপুরদুয়ার ফালাকাটা বিধানসভার বিধায়ক দীপক বর্মন। উত্তরবঙ্গ বঞ্চিত এবং উত্তরবঙ্গ পৃথক রাজ্যের প্রয়োজন বলে আলিপুরদুয়ারের সাংসদ জণ বারলা সুরে সুর মেলালেন আলিপুরদুয়ার ফালাকাটা বিধানসভার বিধায়ক দীপক বর্মন।
যদিও এই কথা বলতে গিয়ে তিনি বলেছেন এটা তার একান্তই নিজস্ব মতামত। এবং তিনি বিভিন্ন সূত্র মারফত জানতে পারছেন যে মানুষ উত্তরবঙ্গ কে পৃথক রাজ্য তৈরি করার বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। তিনি আরো বলেন যে বরাবরই উত্তরবঙ্গ কে বিভিন্ন ভাবে বঞ্চনার শিকার হতে হয়, এবং উত্তরবঙ্গের মানুষের জন্য আজ পর্যন্ত কোন সরকার তেমন ভাবে কোনো কাজ করেনি।
উত্তরবঙ্গের মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বিভিন্ন সময়ে বঞ্চিত হয়েছেন। স্বাস্থ্য ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে উত্তরবঙ্গ। আর সেই কারণেই উত্তরবঙ্গের মানুষ এবার অবহেলা থেকে নিস্তার চাইছে। তবে বিজেপির উত্তরবঙ্গের সংসদ এবং বিধায়কদের দাবিকে কেমন ভাবে আমল দিচ্ছে না বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। তবে গোটা বিষয়টি নিয়ে যে রাজ্য রাজনীতি তোলপাড় তা বলার অপেক্ষা রাখে না।
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ময়দানে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিক্ষোভ প্রতিবাদ থানায় অভিযোগ দায়ের করে আগামীতে বিজেপি সাংসদ বিধায়ক দের বাড়ি ঘেরাওয়ের হুমকি দিয়েছে তৃণমূল।