শিলিগুড়ি,২৯মে,পরিমল রায়: শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে শিলিগুড়ি দার্জিলিং মোড়ে তেনজিং নোরগের মূর্তির পাদদেশে পালন করা হল ১০৭তম তেনজিং নোরগের জন্মদিবস ও এভারেস্ট দিবস অনুষ্ঠান ৷ দার্জিলিং মোড়ে প্রথম মাউন্ট এভারেস্ট জয়ী পর্বতারোহী তেনজিং নোরগের মূর্তিতে মালা এবং উত্তরিয় দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলির চেয়ারম্যান গৌতম দেব৷ সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর বোর্ডের সদস্য রঞ্জন সরকার, অলোক চক্রবর্তী, বিবেক বেদ, বিশিষ্ট পরিবেশ প্রেমী অনিমেশ বসু, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত৷
এদিন ৬৮তম এভারেস্ট দিবসের অনুষ্ঠানে এসে শিলিগুড়ি পুর নিগমের প্রসাশক মন্ডলির চেয়ারম্যান গৌতম দেব বলেন শিলিগুড়ি পুর নিগমের বিভিন্ন এলাকায় স্থাপন করা প্রত্যেক বিশিষ্ট মানুষের মূর্তিকেই এক সপ্তাহ অন্তর অন্তর পরিস্কার করা হবে৷ তিনি বলেন যদিও অনেক দেরি হয়ে গেছে তবুও তেনজিং নোরগে জন্য মূখ্যমন্ত্রীকে বলে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ভারতরত্ম দেওয়ার অনুরোধ জানাবেন৷
পাশাপাশি প্রাক্তন পর্যটন মন্ত্রী তথা বর্তমান শিলিগুড়ি পৌর বোর্ডের প্রশাসক গৌতম দেব জানিয়েছেন দার্জিলিং মোড়ে অবস্থিত তেনজিং নোরগের মূর্তি ও মূর্তির জায়গাটিকে বছরে একবার পরিস্কার করা হয় কিন্তু এবারে এখানে কর্মী রাখা হবে ৷ সারা বছর জায়গাটি পরিস্কার পরিচ্ছর্ন করবে তারা ও এক সপ্তাহ অন্তর অন্তর মূর্তি পরিস্কার—পরিচ্ছর্ন করা হবে৷