জহিরুল হক,১১আগস্ট,কোচবিহার: বিয়ের প্রলোভন দেখিয়ে এক ছাত্রীর সঙ্গে সহবাস ও ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার এক ব্যাক্তি কোচবিহারের বছর ৩০শের নয়ন প্রামানিক। কোচবিহারের বাসিন্দা এক কলেজ ছাত্রীর সঙ্গে প্রেমে লিপ্ত হয়।এবং তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার সহবাস করে বলে অভিযোগ ।
যুবতী শিলিগুড়ির একটি কলেজে পড়াশুনা করতো, আর এই সুযোগ নিয়ে নয়ন তাকে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে সহবাস করে বলেও অভিযোগ। কিন্তু কিছুদিন পর ওই যুবতীর সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় নয়ন প্রামানিক।
অবশেষে ওই যুবকের এই কার্যকলাপ দেখে মঙ্গলবার যুবতীর পরিবারের পক্ষ থেকে নিউ জলপাইগুড়ি থানায় অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে আশিঘর থেকে অভিযুক্ত নয়ন প্রামানিককে গ্রেপ্তার করে এন, জে, পি থানার পুলিশ।বুধবার অভিযুক্ত ব্যাক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।