পরিমল রায়, ৯আগস্ট,শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘড় আউটপোস্ট ফাঁড়ির ফকদই বাড়ি মোর এলাকায় এক ব্যবসায়ীর উপরে হামলার ঘটনাটা ঘটল রবিবার রাতে৷ জানা গেছে রবিবার রাত প্রায় ন’টা নাগাদ ব্যবসায়ী নবীন মন্ডল তাঁর ব্যবসা সেরে বাড়ি ফিরছিলেন, শিলিগুড়ি পুর নিগমের ৩৬ নম্বরের ইস্টার্ন বাইপাস, বুড়াবুড়ি মন্দিরের কাছে বাড়ি ফেরার পথে ফকদই বাড়ি এলাকায় তিন জন তাকে ঘিরে ধরে দুই হাজার টাকা দাবী করে৷ টাকা দিতে অস্বীকার করলে তাকে হত্যা করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ী নবীন মন্ডল৷
এই বিশয়ে তিনি রবিবার রাতেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘড় আউট পোস্ট ফাঁড়ির পুলিশের কাছে তিন জন দুস্কৃতির নামে লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে অভিযুক্তদের নাম বাপ্পা পন্ডিত,কানাই পন্ডিত ও ধ্রুব মোদক ৷ নবীন মন্ডল অভিযোগ করে বলেন তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং চোখ নষ্ট করে দেওয়ার চেষ্টাও করে অভিযুক্তরা ৷
এরপর ব্যবসায়ীর সঙ্গে থাকা নগদ ২৬ হাজার ৭শো ৮০ টাকা ছিনিয়ে নেয় দূস্কৃতিরা৷ তাঁর গলায় থাকা সোনার চেনও ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা বলেই অভিযোগ ব্যবসায়ীর ৷ এর পর তার চিৎকার শুনে ছুটে আসে আশেপাশে থাকা ব্যবসায়ী ও মানুষজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান৷ এরপর তিনি আশিঘর আউটপোস্ট এসে লিখিত অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।