জহিরুল হক,২০জুলাই, শিলিগুড়ি: সাড়েতিন বছরেই কন্যা শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ।ধৃত এক ব্যাক্তি।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকাজুরে।সোমবার সাড়ে তিন বছরের এক শিশুকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে অভিযুক্ত । অভিযোগে গ্রেপ্তার এক ৪৫ উর্দ্ধ ব্যাক্তি। রাতেই অভিযুক্তকে হাতেনাতে ধরে উত্তম মধ্যম দেয় স্থানীয়রা।
সোমবার ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত অম্বিকানগর গার্ড কলোনিতে।শিশু কন্যার পরিবার সুত্রে জানাগেছে গতকাল বিকেলে সুযোগ বুঝে ঐ সাড়ে তিনবছরের শিশু কে নিজের ঘরে ঢুকিয়ে ধর্ষনের চেষ্টা করে প্রতিবেশী ৪৫ উর্দ্ধ রমেশ বর্মন।মেয়েকে খুঁজে না পেয়ে তার মা খোজ শুরু করলে পাশের বাড়িতে মেয়ের কান্না শুনতে পান। তার পরেই ঘরে ঢুকে মেয়েকে জিজ্ঞাসা করতেই উঠে আসে অভিযুক্তর অশালীন আচরনের কথা।
ঘটনার খবর চাউর হতেই স্থানীয়রা অভিযুক্তকে হাতে নাতে ধরে বেদম প্রহার করেন।খবর পেয়ে ঘটনাস্থলে এন জে পি থানার পুলিশ পৌছে অভিযুক্তকে গ্রেপ্তার করে।অন্যদিকে অসুস্থ শিশুটিকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।নিগৃহিতা শিশুর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পক্সো কেসে অভিযুক্ত রমেশ বর্মনকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।