জনার্দন রায়, ৪সেপ্টেম্বর, নাগরাকাটা:একই দিনে তিন তিনটি করোনা ভ্যাক্সিন দেওয়ার অভিযোগ এক যুবকের। ঘটনায় চাঞ্চল্য মাল সাব ডিভিশনের নাগরাকাটা ব্লকের খয়েরকাটা এলাকায় ,অসুস্থ যুবক।
জানা গেছে, নাগরাকাটা ব্লকের আংড়াভাষা-১ নং গ্রাম পঞ্চায়েতের উদ্যগে খয়েরকাটা প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার ভ্যাক্সিনেশন ক্যাম্পে গিয়ে ভ্যাক্সিন নেন উত্তর ধান্দাশিমলা এলাকার যুবক পরিতোষ রায়। যুবকের অভিযোগ, ভ্যাক্সিন নিতে গেলে গল্পের মশগুল হয়ে পড়েন কর্মরত নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
এরপর একে-একে করে একেই সঙ্গে তিনটি ভ্যাক্সিন প্রদান করা হয় বলে যুবকের অভিযোগ। যুবকের দাবি, এর পর তিনি ধুমপাড়া প্রাথমিক চিকিৎসালয়ে চিকিৎসা করান। যুবকের দাবি, কেমন করে তাকে পর পর তিন তিনটি ভ্যাক্সিন দেওয়া হল তা নিয়ে চিন্তিত তিনি। তবে অবশ্য ঐ যুবকের অভিযোগ অস্বীকার করেছেন নাগারাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুপর্ণা কান্তি হালদার।
তিনি ফোন মারফত জানান, এই নিয়ে তার কাছে কোন লিখিত অভিযোগ আসেনি। তিনি বলেন তার কাছে লিখিত অভিযোগ আসলে তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন।কিন্তু ঐ যুবকের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে মালবাজার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে রোগীর বিভিন্ন সাইডএফেক্ট শুরু হয়েছে বলে পরিবার সূত্রে দাবি।
তিনি বর্তমানে কানে শুনতে পাচ্ছেন না এবং হাড়ের প্রচন্ড ব্যথা শুরু হয়েছে বলে দাবি পরিবারের লোকজনের।এই বিষয়ে জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রামানিক কে প্রশ্ন করা হলে তিনি এই ঘটনা প্রসঙ্গে সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান এই বিষয়ে এখনও পর্যন্ত তার কাছে লিখিত কোন অভিযোগ আসেনি। যদি আসে তবে তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান।