জাহিরুল হক, ৮সেপ্টেম্বর, শিলিগুড়ি: অবশেষে পুলিশের জালে গাঁজা সহ ধরা পরলো কুখ্যাত অপরাধি মিঠুন গোয়ালা।ভুরি ভুরি অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।আগ্নেয়াস্ত্র রাখা,ডাকাতি,ছিনতাই শুধু নয় অবৈধ নেশার সামগ্রী বিক্রির অভিযোগও রয়েছে এই মিঠুন গোয়ালার বিরুদ্ধে।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সুত্রে জানা গেছে,দির্ঘদিন ধরেই পথ চলতি মানুষের মোবাইল,গলার হার ছিনিয়ে নিমিষে হাওয়া হয়ে যেত এই যুবক।শিলিগুড়ি বা জলপাইগুড়িই শুধু নয় অন্যান্য দক্ষিনবঙ্গের জেলা পুলিশও এর খোঁজে ছিল।দির্ঘদিন ধরে পুলিশের রাত্রের ঘুম কেরেছিল এই কুখ্যাত অপরাধি।
অবশেষে জটিয়াকালি সংলগ্ন জিয়াগঞ্জ থেকে ৩২ কেজি গাঁজা সহ তাকে গ্রেপ্তার করে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ।পুলিশ সুত্রে জানাগেছে ফাটাপুকুর ইরানী বস্তির এই ৩২ বছরের যুবক মিঠুন গোয়ালার অপরাধ মুলক কাজ করাই তার নেশা।মঙ্গলবার জলপাইগুড়ি থেকে এই ৩২ কিলো গাঁজা বিহারে পাচারের উদ্যেশ্যে নিয়ে যাচ্ছিল সে।
সেই সময় গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জিয়াগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ।তার কাছ থেকে উদ্ধার হয়েছে অপরাধ মুলক কাজে ব্যবহৃত নাম্বার প্লেট বিহীন একটি মোটর সাইকেল। তদন্তের স্বার্থে ধৃত কুখ্যাত যুবককে ৭ দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।