জহিরুল হক,২৭জুন,শিলিগুড়ি: ফের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে উদ্ধার প্রচুর পরিমানে কাফ সিরাপ। এই ঘটনায় গ্রেপ্তার ২ জন।সমগ্র রাজ্যজুড়ে সরকারি কড়া বিধিনিষেধ জারি থাকলেও একের পর এক ড্রাগস মাফিয়াদের অবৈধ কারবার যেনো কিছুতেই থামছে না ।শনিবার ফের গোপন সূত্রের খবরের ভিত্তিতে এক ড্রাগস মাফিয়াকে গ্রেপ্তার করে সাফল্য পেল নিউ জলপাইগুড়ি থানা।
শনিবার রাতে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে উদ্ধার হয় প্রচুর পরিমানে অবৈধ কাফ সিরাপ। বেআইনিভাবে কাফ সিরাপ মজুদ ও বিক্রি করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার ও করে এন, জে,পি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতদের নাম সঞ্জয় বৈরাগ্য এবং কৃষ্ণ দে, দুজনেই শিলিগুড়ির ডি, এস কলোনির বাসিন্দা।ধৃতদের রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।