অভিষেক সিনহা,২আগস্ট, শিলিগুড়ি: শিলিগুড়ি থেকে গ্রেফতার সিকিমে ব্রাউন সুগার কাণ্ডের দুই মূল পান্ডা। শিলিগুড়ি শহরকে মাদকমুক্ত করতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রায় প্রতিদিনই শহরের বিভিন্ন এলাকায় চলছে অভিযান।গত কয়েক মাসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার পুলিশকর্মীরা কয়েক লক্ষ দেশী এবং বিদেশী অবৈধ মদের পাশাপাশি ব্রাউন সুগার, গাঁজা উদ্ধার করেছে।
এবার সিকিম থেকে উদ্ধার ব্রাউন সুগারের স্ট্রিং পাওয়া গেল শিলিগুড়ি শহরে। জানা গিয়েছে কিছুদিন আগে, সিকিম পুলিশ প্রায় 22 গ্রাম ব্রাউন সুগার সহ এক দম্পতিকে গ্রেফতার করেছিল ।গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদ করে সিকিম পুলিশ ঘটনাটি তদন্ত করতে নেমে জানতে পারে এই ঘটনার সঙ্গে শিলিগুড়ির কেউ বা কারা যুক্ত রয়েছে।
তদন্তে সিকিম পুলিশ জানতে পারে ব্রাউন সুগারের প্রধান পাচারকারী শিলিগুড়ি থেকে এই কেলেঙ্কারি চালাচ্ছে, সেই সূত্র ধরেই প্রধান নগর থানা, সিকিম পুলিশ এবং গোয়েন্দা বিভাগ কে সঙ্গে নিয়ে প্রধান নগর এর চম্পাসারি এলাকায় অভিযান চালায়। এবং দুজনকে গ্রেপ্তার করে। অভিযুক্তদের নাম কামারুল হুড্ডা এবং মুলতাজাহ আলম মহাম্মদ। প্রধান নগর থানা সূত্রে জানা গিয়েছে কামরুল হুড্ডার চম্পাসারি এলাকায় একটি ওষুধের দোকান রয়েছে। অপর অভিযুক্ত মুলতাজাহ আলম মোহাম্মদ এর নামে শহরে একটি ওষুধের দোকান রয়েছে। অভিযুক্ত দুজন কেই আজ শিলিগুড়ি আদালতে তুলে ট্রানজিড রিমান্ডে সিকিমে নিয়ে যাওয়া হয়েছে।