ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক, ৩রা জুলাই,আলিপুরদুয়ার: অবৈধ উপায়ে রেলের টিকিট বিক্রির অভিযোগে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থেকে ১ জনকে গ্রেফতার করল রেলওয় প্রটেকশন ফোর্স। আরপিএফ-এর আলিপুরদুয়ার জংশনের আধিকারিক ও কর্মীরা কুমারগ্রাম চৌপথীর একটি ক্যাফেতে এই অভিযান চালায়। ক্যাফের মালিক তন্ময় ধর চৌধুরী, কে গ্রেফতার করে নিয়ে যায় আরপিএফ। গ্রেফতার হওয়া ওই ব্যক্তি একটি প্রাথমিক স্কুলের শিক্ষক বলে জানা গিয়েছে।
ঘটনার জেরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সাদা পোষাকে আরপিএফ আধিকারিক এবং ফোর্স তনময় ধর চৌধুরীর ক্যাফে থেকে প্রথমে রেলের টিকিট কেটে নিয়ে যায়। এরপর ওই টিকিট পরীক্ষা-নিরীক্ষা করেন আরপিএফ আধিকারিকেরা।
তদন্তে দেখা যায় অবৈধভাবে চলছে রেলের টিকিট বুকিং এর কারবার। এর পর ওই ক্যাফেতে অভিযান চালানো হয়। তন্ময় ধর চৌধুরীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ক্যাফের কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী খতিয়ে দেখে অবশেষে তাকে গ্রেফতার করা হয়। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত আইডি ব্যবহার করে টিকিট কেটে সেগুলি বেশি দামে বিক্রির অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে।
আরপিএফ-এর আলিপুরদুয়ার জংশনের সাব ইন্সপেক্টর রুমি বর্মন জানান,
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আরপিএফ। অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি তার দোকানে কম্পিউটার, হার্ড ডিস্ক ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে আরপিএফ। ধৃতের থেকে তার মোবাইল সহ অন্যান্য সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।