প্রসেনজিৎ রাহা,২৭জুন,শিলিগুড়ি: উদ্দেশ্য ছিল ডাকাতি করা,কিন্তুু শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের তৎপরতায় ভেস্তে গেল সেই ডাকাতির ছক।গোপন সুত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হানা দেয় শিলিগুড়ি থানার পুলিশ।পুলিশকে দেখে কয়েক জন পালিয়ে যেতে সক্ষম হলেও,চার জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
ধৃতরা হল গুলাম মুস্তফা,মাহেরুল শেখ, গৌতম বণিক,বাদল রংদার।ধৃতদের বাড়ি উত্তর দিনাজপুর জেলা ও দার্জিলিং জেলার বাসিন্দা।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একাধিক ধারালো অস্ত্র।পুলিশ সূত্রে জানা গেছে এই ডাকাত দলটি এলাকায় কোন বাড়িতে ডাকাতি করার জন্য জড়ো হচ্ছিল।বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।আজ ধৃত চার ডাকাতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।