প্রসেনজিৎ রাহা,১৪অগাষ্ট, চাঁচল:স্বাধীনতা দিবসের আগে চোরাই বাইক সহ এক চোরাকারবারি কে গ্রেফতার করল মালদহের চাঁচল থানার পুলিশ।শুক্রবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মালদার চাঁচল থানার থাঘাটি এলাকার বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম, আসান আলী ওরফে ঢাকনা। অভিযুক্তের বাড়ি চাঁচল থানার থাঘাটি গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির কাছ থেকে তিনটি মোটরবাইক উদ্ধার হয়েছে। ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয় শনিবার চোরাকারবারীদের আরও কোনো বড় চক্র রয়েছে কি-না সে বিষয়ে তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ।