প্রসেনজিৎ রাহা, ১৮ সেপ্টেম্বর, কলকাতা: জল্পনাই সত্যি হল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যোগ দিলেন তৃণমূলে। শনিবার কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দিলেন তিনি। যোগদান অনুষ্ঠানে ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
২০১৪ সালে আসানসোল থেকে প্রথমবার সাংসদ হন বাবুল সুুপ্রিয়। হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও। ২০১৯ সালেও বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন তিনি। মন্ত্রিত্বও পেয়েছিলেন তিনি। কিন্তু বেশ কিছুদিন যাবৎ দল থেকে মুখ ঘুরিয়ে ছিলেন বাবুল। রাজ্য জুড়ে চলছিল জল্পনা। সংবাদ মাধ্যমেও উঠছিল প্রশ্ন। অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বাবুল সুপ্রিয়।