Friday, December 1, 2023
Home উত্তরবঙ্গ Coronavirus: সেরে উঠছে বাংলা, আরও কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু

Coronavirus: সেরে উঠছে বাংলা, আরও কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু

প্রসেনজিৎ রাহা,২৪আগস্ট, শিলিগুড়ি:   ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। একধাক্কায় অনেকটা কমল দৈনিক করোনা সংক্রমণ এবং মৃত্যুও। রবিবারের তুলনায় সোমবার কিছুটা কমেছে কোভিডজয়ীর সংখ্যাও।  সোমবার সন্ধেয় স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, সোমবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫১০ জন। যা রবিবারের তুলনায় অনেকটা কম।

রবিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৬১ জন। রবিবার করোনায় রাজ্যে মৃত্যু হয়েছিল ৮ জনের। সোমবার সেই সংখ্যা আরও কমে দাঁড়াল ৭।করোনার তৃতীয় ঢেউ নিয়ে মাথাব্যথা বাড়ছে। সেই ঢেউ রুখতে মরিয়া প্রশাসন ও স্বাস্থ্যদপ্তর। সোমবার রাজ্যের পজিটিভিটি রেট বা সংক্রমণের হার দাঁড়িয়েছে ১.৮৮ শতাংশ। তবে মৃত্যুহার রয়েছে ১.১৯ শতাংশ।

সোমবার স্বাস্থ্য দপ্তরের দেওয়া পরিসংখ্যান বলছে, সংক্রমণের নিরিখে রাজ্যে এক নম্বরে কলকাতা। একদিনে কলকাতায় করোনা সংক্রমিত হয়েছেন ৭৭ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় সংক্রমিত সংখ্যা ৫৬। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, সংক্রমিতের সংখ্যা ৫০। মাথাব্যথা বাড়িয়ে সংক্রমণের নিরিখে রাজ্যে চতুর্থ স্থানে রয়েছে দার্জিলিং। দার্জিলিঙে সোমবার আক্রান্ত হয়েছেন ৪৭ জন।

সবমিলিয়ে সোমবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৪৩ হাজার ৪৯৬ জন। তাঁদের মধ্যে অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৫ লক্ষ ১৫ হাজার ৭৮৯ জন। ফলে রাজ্যে চিকিৎসাধীন বা অ্যাকটিভ কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৩৩৬ জন।এদিকে রাজ্যে একদিনে করোনায় মৃত্যুর নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। কলকাতায় মৃত্যু হয়েছে ২ জনের এবং হাওড়ায় ২ জনের মৃত্যু হয়েছে। করোনার তৃতীয় ঢেউ রুখতে কোভিড পরীক্ষায় জোর দেওয়া হচ্ছে রাজ্যে।

গত ২৪ ঘণ্টায় বাংলায় ২৭ হাজার ১৫৯ টি নমুনার পরীক্ষা হয়েছে। ফলে মোট পরীক্ষা হওয়া নমুনার সংখ্যা রাজ‍্যে বেড়ে দাঁড়াল ১ কোটি ৬৬ লক্ষ ৮৯ হাজার ২৯৩ টি। পাশাপাশি রাজ্য জুড়ে চলছে করোনার টিকাকরণ কর্মসূচি। ভাবেই হোক রাজ্যবাসীকে বাঁচাতে মরিয়া রাজ্য স্বাস্থ্য দপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

একের পর এক বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে শিলিগুড়িতে।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ২৫ নভেম্বরঃ ফের অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুর নিগমএকের পর এক শহরে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছে শিলিগুড়ি...

ভয়া*বহ আ*গুন আসানসোলের কুলটি স্টেশনে।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ শনিবার সকালে ভয়াবহ আগুন লেগে গেল আসানসোলের কুলটি স্টেশনে। আসানসোল রেল ডিভিশন সূত্রে দাবি, এই ঘটনায় কোন হতাহতের খবর...

এ এক আশ্চর্য রহস্য! জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমান!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ মধ্যপ্রাচ্যের আকাশে জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমানগুলো, ঘনাচ্ছে রহস্য।এ এক আশ্চর্য রহস্য! মধ্যপ্রাচ্যের আকাশে ওড়ার সময় অনেক ক্ষেত্রেই জিপিএস...

গোষ্ঠীকোন্দল মেটাতে বঞ্চিত’দের কাছে টানলেন মমতা!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ২৪ নভেম্বরঃ 'বঞ্চিত’দের কাছে টানলেন মমতা, লোকসভার আগে গোষ্ঠীকোন্দল মেটাতে আসরে তৃণমূল নেত্রী।সামনেই লোকসভা ভোট। তাঁর আগে জেলায় জেলায় কর্মীদের অন্তর্কলহ প্রকাশ্যে...

Recent Comments