শিলিগুড়ি, ২রা জুন,অভিষেক সিনহা: লাগাতার বেআইনিভাবে মদ মজুদ এবং বিক্রির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা। শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার গৌরব শর্মা দায়িত্ব গ্রহণ করার পর থেকেই বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে প্রতিটি থানা কে অভিযান চালানোর নির্দেশ দেন। এরপরই নড়েচড়ে বসে এ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার পুলিশ। শুরু হয় লাগাতার অভিযান।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ মঙ্গলবার রাতে ভানু নগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২হাজার টাকার মদ সহ এক মহিলাকে গ্রেফতার করে। পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসেছিল ভানু নগর এলাকায় এই মহিলা বেশ কিছুদিন যাবৎ বাড়িতে দেশী এবং বিদেশী মদ মজুদ রেখে রমরমা কারবার চালাচ্ছে।এর পরেই ক্রেতা সেজে ওই বাড়িতে হানা দিয়ে মহিলাকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় বিপুল পরিমান মদ।অভিযুক্ত মহিলাকে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।