অভিষেক সিনহা, ১৪সেপ্টেম্বর, শিলিগুড়ি: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ সোমবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মাদকসহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল। পুলিশের কাছে শনিবার রাতে খবর আসে সেবক রোড এর একটি বৃহৎ শপিং মলের কাছে দুই যুবক নেশার ওষুধ এবং কাফ সিরাপ অপেক্ষা করছে।
ওই নেশার ওষুধ এবং কাফ সিরাপ কাউকে বিক্রি করার উদ্দেশ্যেই তারা সেখানে জড়ো হয়েছে বলেই গোপন সূত্র জানায় পুলিশ কে। এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ বাহিনী। পুলিশ গ্রেপ্তার করে রজন থাপা এবং রাজু বর্মণ কে।
ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 300 টি নেশার ওষুধ এবং 25 বোতল কাফ সিরাপ। অভিযুক্ত রজন থাপার বাড়ি সিকিমে হলেও সে শিলিগুড়ির 42 নম্বর ওয়ার্ডের লিম্বু বস্তিতে ভাড়া থাকতো।অপর অপরাধী রাজু বর্মন এর বাড়ি শিলিগুড়ি পৌরনিগমের 38 নম্বর ওয়ার্ডের পালপাড়া তে।
ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে এই দুই যুবক দীর্ঘদিন ধরেই নেশার ওষুধ কারবারে যুক্ত। ধৃতদের মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।