শিলিগুড়ি,২১জুন,পরিমল রায়: করোনা অতিমারীর শুরু থেকেই আর্থিক মন্দায় গোটা বিশ্ব। বন্ধ হয়েছে একের পর এক কল কারখানা। বন্ধ হয়েছে বেসরকারি অফিস।কর্মহীন হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। অর্থনৈতিক সংকটে গোটা দেশের পাশাপাশি বাংলাও।করোনার প্রথম সময় কালে তেমন সমস্যা না থাকলেও দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই কাজ হারিয়েছেন উত্তরবঙ্গের বেশ কিছু বিড়ি শ্রমিক৷ ঠিক এমনই হাল শিলিগুড়ির কাজ হারিয়ে আর্থিক সংকটে পড়া ১৩জন বিড়ি শ্রমিকের৷
পুনরায় কাজ ফিরে পাবার দাবিতে সংগ্রামী বিড়ি শ্রমিক AIUTUC ইউনিয়নের পক্ষ থেকে শিলিগুড়ির একটি বিড়ি কারখানার কর্তৃপক্ষের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ বিগত প্রায় দেড় মাস যাবত কাজ বন্ধ থাকার জন্য বিড়ি শ্রমিকরা তাদের জীবন জিবিকা নির্বাহ করতে সমস্যায় পরেছেন৷ কেউ ৩০ বছর যাবৎ কেউ তার থেকে বেশি সময় ধরে ঐ কোম্পানির হয়ে বিড়ি বাধার কাজ করেছেন৷
কিন্তু করোনার কারণে আর্থিক মন্দা দেখা দিয়েছে কারখানায়।ব্যবসা না থাকায় উৎপাদনে রাশ টেনেছেন কর্তৃপক্ষ। আর সেই কারণেই কাজ গেছে বেশ কয়েকজন শ্রমিক এর। কিন্তু অর্থনৈতিক সংকটে থাকাবিড়ি শ্রমিকেরা তাদের কাজ ফিরে পাওয়ার দাবিতে অথবা রিলিফের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন আজ৷
সংগ্রামী বিড়ি শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক জয় লোধ জানান, বিড়ি মালিক কতৃপক্ষ বিড়ি শ্রমিকদের আগামী সপ্তাহে কাজ দেব এবং রিলিফ দেওয়ার ব্যবস্থা করবে বলে আশ্বাস দিয়েছেন ৷ তিনি আরো বলেন যদি তাদের দাবি পুরন না হয় তাহলে বিড়ি শ্রমিকদের নিয়ে আরো বড় আন্দোলনে নামবে সংগঠনটি