জনার্দন রায়, ২৬আগস্ট, ময়নাগুড়ি: বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির সার্ক রোড তথা ময়নাগুড়ি থেকে চাংড়াবান্ধা যাওয়ার জাতীয় সড়কের নিগমান্দ স্কুল সংলগ্ন এলাকায় বাইক এবং বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দুই জন এবং এই দুর্ঘটনায় গুরতর আহত হন এক ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়নাগুড়ির দিকে বাইকে করে যাচ্ছিল দুই ব্যক্তি। উল্টো দিক থেকে একটি বোলেরো গাড়ি এসে আচমকা তাদের ধাক্কা মারে। এরপর ওই বোলেরো গাড়ি টি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জমির খেতে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বোলেরো গাড়ির চালকের।
বিকট আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনাগ্রস্ত বাইকে থাকা ফিনান্স কম্পানির দুই জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়। অপর এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় থাকায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।
ময়নাগুড়ি থানা পুলিশ সুত্রে জানা গেছে, মৃত বাইক আরোহীর নাম তন্ময় বিশ্বাস ও গুরুতর আহত ফাইনান্স কোম্পানির অপর কর্মীর নাম রিকু মহন্ত। তাদের দুইজনেরই বাড়ি জলপাইগুড়ির মাসকালাই বাড়ি এলাকায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মাসকালাইবারি এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তবে দুর্ঘটনায় মৃত বোলেরো গাড়ির চালকের নাম পরিচয় অবশ্য জানা যায়নি। ময়নাগুড়ি থানা পুলিশ গাড়ির নম্বর প্লেট দেখে মালিক কে চিহ্নিত করার পাশাপাশি চালকের পরিচয় জানার চেষ্টা করছে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ সড়ক যোগাযোগ ব্যাহত হয়।