জনার্দন রায়, ১৭ সেপ্টেম্বর, ময়নাগুড়ি: শুক্রবার সকালে ময়নাগুড়ির আমগুড়ি এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক মাইক্রোফাইন্যান্স বন্ধন কর্মীর। এই ঘটনায় এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আমগুড়ি এলাকার বাসিন্দা তথা বন্ধন কর্মী পার্থ বর্মন বাইকে করে মালবাজারের দিকে যাচ্ছিল।
ঠিক সেই সময় ময়নাগুড়ি থেকে মালবাজারের দিকে যাচ্ছিল একটি পাথর বোঝাই পিকআপ ভ্যান। ঐ উল্টো দিক থেকে আসা পিক আপ ভ্যানটি ধাক্কা মারে বন্ধন কর্মী পার্থ বর্মনের বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পার্থ বর্মনের। পার্থ বর্মনের বয়স আনুমানিক ৩০ বছর। ঘটনায় এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পার্থ বর্মন এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ময়নাগুড়ির আমগুরি এলাকায়। জনার্দন রায়ের রিপোর্ট ফ্ল্যাশ মিডিয়া নিউজ।